মনজুরুল ইসলাম সাদ্দাম,
মুক্তিযোদ্ধা টিভি,নড়াইল।
প্রতিবছর ২৫,২৬ শে চৈত্র এবং ১৫,১৬ কার্তিক মরহুম আ সালাম শাহ রহ:এর প্রতিষ্ঠিত খাশিয়াল দরবার শরীফে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা টিভির একান্ত এক সাক্ষাতকারে গদ্দিনশিন পীর মাওলানা মিরাজুল ইসলাম বলেন আমার আব্বাজান কে বাগেরহাট,চিতলমারি, রহমতপুর এর মরহুম পীর, পীরের কামেল মাওলানা হেমায়েত উদ্দিন সাহেব খেলাফত প্রদান করেছিলেন। বাৎসরিক এই মাহফিল মরহুম পীর সাহেবের নির্ধারিত তারিখ মোতাবেক পরিচালিত হয়। সারা দেশ থেকে আল্লাহভীরু আল্লার বান্দারা এই মাহফিলে আসে। শুধুমাত্র আল্লাহ তায়ালা ও তার রসুল কে পাওয়ার জন্য তারা এই মাহফিল এ আসে। বর্তমান পীর মাওলানা মিরাজুল ইসলাম আরও বলেন দ্বিনিয়া মাদ্রাসার কাজ চলছে। সবাইকে এই বরকতময় এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান হয়েছে।
Leave a Reply