মনজুরুল ইসলাম সাদ্দাম
মুক্তিযোদ্ধা টেলিভিশন
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া মহাজন ফেরী ঘাটে গোসল করতে এসে আলিফ মোল্লা নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার ১৩ ই মে সকাল ১১ টার দিকে ঘটে ঘটনাটি।সে বড়দিয়া বহূমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। পারিবারিক সুত্রে জানা যায় শুক্রবার সকাল ১১ টার দিকে গোসল করতে বন্ধুরা বড়দিয়া মহাজন ফেরী ঘাটে রায়। বড়দিয়া ফেরী ঘাটের দক্ষিণ পাশে সে লাফ দেয়।।তারপর আর তাকে তার বন্ধু রা দেখেনি।স্হানীয় লোকজন ও তার বন্ধুরা ধারনা করছেন স্রোত বেশী থাকা ও সাঁতার না জানা তার এই নিখোঁজের অন্যতম কারণ।নিখোঁজের পর থেকে স্হানীয় লোকজন,জেলে ও ডুবুরীদের বিশেষ টিম অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান মেলেনি। তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে নিখোঁজ সেই ছাত্রের পরিবারে শোকের মাতম চলছে।নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত কুমার সাহা বলেন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিখোঁজের সন্ধানে চেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply