এম. আর. মামুন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি। মুক্তিযোদ্ধা টেলিভিশন।
হয়রত আয়েশা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষা-২২ এর বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠান।
সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, *হয়রত আয়েশা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয়* কর্তৃক আয়োজিত এস এস সি পরীক্ষা-২২ এর বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মুয়াফিকুল ইসলাম এর পরিচালনায় এবং প্রধান শিক্ষক মোঃ- আব্দুল মালেক এর সভাপতিতে প্রধান অতিথি হিসাাবে উপস্হিত ছিলেন *টেক্সসাস ইউনিভার্সিটি আমেরিকা এর প্রফেসর মোঃ ইফতেখার হোসেন চৌধুরী*
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা ও বিদায়ী ছাত্র ছাত্রীবৃন্দ।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে *সহকারী শিক্ষক আলমগীর হোসেন বিভিন্ন দিক নির্দেশনা মূলক ব্যক্তব্য দিয়ে বলেন*
*আমার স্নেহের ছাত্রছাত্রীরা, বিদায়কালে তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই।তোমরা নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে শৃঙ্খলা ভাবে জীবন পরিচালনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবে*, *আশা রাখি,*। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, নিজেদের ভবিষ্যৎ গড়ার সময়। সেই কারণে ভবিষ্যতে পড়াশোনা নিয়ে কে কোনদিকে এগোতে চাও, আগেই স্থির করে রেখো।
যে বিষয়কে কেন্দ্র করে পড়াশোনা চালাবে সেটির প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে, স্বচ্ছ ধারণা না থাকলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়।
এছাড়াও উপদেশ মূলক ব্যক্তব্য রাখেন *অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম আর মামুন চৌধুরী, রাজিব কুমার দত্ত,আকিমুল হোসেন সহ প্রমুখ শিক্ষক বৃন্দ।।*
Leave a Reply