শাল্লা উপজেলায় ছাত্রলীগের জরুরি সভা
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় শাল্লা ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিশেষ জরুরি সভার আয়োজন করা হয়েছে।বুধবার দুপুর ১২ ঘটিকার সময় এই সভা অনুষ্ঠিত হয়।এই সভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলার ছাত্রলীগ নেতা পলাশ চৌধুরী,রাজু দাস,সৌমেন সরকার,সাইফুল ইসলাম,রুপক চন্দ্র দাস,রুবেল চন্দ্র দাস,রফিকুল ইসলাম,নাঈমুর রহমান,সাগর চন্দ্র দাস,সাদিকুর মিয়া প্রমুখ।উল্লেখ্য যে,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান(রিপন) স্বাক্ষরিত পত্রে,শাল্লা উপজেলা ছাত্রলীগের নূতন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ৭ দিনের মধ্যে জীবনবৃত্তান্ত জেলা ছাত্রলীগের কার্যালয়ে প্রেরণ করতে বলা হয়েছে।পরিশেষে নেতাকর্মীরা সভার সমাপ্তি ঘোষণা দেন।