মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম তুষার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম। মুক্তিযোদ্ধা টেলিভিশন কে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম দলের সভাপতি মোঃ অহিদুল ইসলাম তুশার বলেন আমরা বীর মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ে সোচ্চার। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি ।আর আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে মুক্তিযোদ্ধা সংসদের কোনো নির্বাচন হয় না এই পরিস্থিতি চলতে থাকলে মুক্তিযোদ্ধা সংসদ অচল অবস্থায় পরিণত হবে তাই মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংগঠন এর একমাত্র চাওয়া মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন এবং বিশেষ কোটা সৃষ্টির মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরীর নিশ্চয়তা প্রদান করা হোক।