সিলেট সুনামগঞ্জের প্রতিটি উপজেলার অবস্থা ভয়াবহ। মুক্তিযোদ্ধা টিভি জেলা প্রতিনিধি হবিগঞ্জ।সিলেট ও সুনামগঞ্জের যাওয়ার পথে,মোঃ গোলাম মর্তুজা স্বপন। সিলেটের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে কিছু এলাকার মানুষ পুরোই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিবন্দী হয়ে উদ্ধারের অপেক্ষায় আছে শত শত মানুষ। আজ থেকে উদ্ধার তৎপরতা না চালানো গেলে অনেকেই মারা যেতে পারে! পানিবন্দী মানুষগুলোর ভিতর অনেক অসুস্থ , অক্ষম ও শিশুরাও আছে। অনেকেই উদ্ধারের আকুতি জানিয়ে পোস্ট করছেন , যা খুবই হৃদয়বিদারক ঘটনা।
এদিকে স্যাটেলাইটে মেঘের উৎপত্তির চিত্রও ভয়াবহ। মেঘালয় থেকে পানি আসার যেই গতি সেটা দেখলে ভয় আরো বেড়ে যাবে।
স্মরণকালের ভয়াবহ বন্যা! সময় বাড়ার সাথে সাথে পানি বেড়েই চলছে।
এমতাবস্থায় উদ্ধার কাজে দ্রুত সেনাবাহিনী Bangladesh Army, ও নৌবাহিনী Bangladesh Navy মোতায়েন করে মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে আনা অত্যন্ত জরুরি। এছাড়াও যেসব ত্রাণ সংস্থার দক্ষ জনবল আছে , তাদেরও দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী। নতুবা পানিবন্দী মানুষগুলো বিপুলহারে মারা যেতে পারে।
❒ পানিবন্দী মানুষকে উদ্ধার করা অতীব জরুরি।
❒ আশ্রয় কেন্দ্র বাড়ানো দরকার।
❒ মানুষকে উদ্ধার করার জন্য ইঞ্জিন চালিত নৌকার প্রয়োজন।
❒ প্রতি ইউনিয়নে প্রশাসনের টহল বাড়ানো হোক।
❒ যাদের নৌকা আছে , দয়া করে মানুষকে সাহায্য করুন।
❒ বিদ্যুৎ না থাকায় কেউ যোগাযোগ করতে পারছে না; দয়া করে পানিবন্দী মানুষকে উদ্ধার করুন।
Leave a Reply