জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাবনা বেড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বেড়া, পাবনা প্রতিনিধিঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ‘ এ স্লোগানে বেড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলা মৎস্য অফিসার কার্যালয়ে এ মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, বাজারে লট্ট্যা, পোয়া মাছ সহ বিভিন্ন মাছে মানব দেহের জন্য ক্ষতিকর এমন রং মিশিয়ে বিক্রি করা হয়। এগুলো স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। এছাড়া আফ্রিকান মাগুর, পিরানহা ও সাকার ফিস দেশীয় মাছের বংশ বিস্তারের জন্য মারাত্মক ক্ষতিকর।
এগুলো চাষাবাদে স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সচেতন করতে হবে।দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সচেতন হতে হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম জাহাঙ্গীর আলম জানান, বেড়ায় ব্যাক্তিমালিকাধীন ৩,০১৫ পুকুর, মৎস্য চাষি ৩০৩৩ জন, মৎস্য জীবি কাডের সংখ্যা ২৯৬০ জন নার্সারী পোনা চাষী রয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে বেড়ার ৩জনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে মনোসেক্স তেলাপিয়া চাষ, কার্প জাতীয় মিশ্র চাষ ও পোনা উৎপাদনকারী একজনকে এ পুরস্কারের আওতায় আনা হচ্ছে।
উক্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সবুর আলী , আরো উপস্থিত ছিলেন বেড়া ভৃমি এসিল্যান্ড, রিজু তামান্না, বেড়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সেক্রেটারি উজ্জ্বল হোসাইন , সাংবাদিক মুরাদ হোসেন হক প্রমুখ।
উ্জ্জ্বল হোসাইন
বেড়া, পাবনা প্রতিনিধি।
তারিখ ২৩/৭/২২
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২
Leave a Reply