কুলিয়ারচরের জাতির শেষ্ট সন্তান বীর প্রতিক,মেজর জেনারেল আইনউদ্দীন আর নেই
মোঃ ফোরকান মিয়া
জেলা প্রতিনিধি, কিশোরগন্জ।
মুক্তিযোদ্ধা টিভি।
০২/০৮/২০২২ ঈং,মঙ্গলবার
কিশোরগন্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাপুর
ইউনিয়নের লক্ষীপুর ভাটিপাড়ার গ্রামের আলোকিত
সূর্য সন্তান,জাতির শ্রেষ্ঠ সন্তান মেজর জেনারেল
আইনউদ্দিন (বীরপ্রতীক) আজ সকাল ৭:০০টায়
ইন্তেকাল ফরমায়েছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ যোহর মহাখালী ডিওএইচএস জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
জাতির শেষ্ট সন্তান অমায়িক,আন্তরিক,নিরহংকারী মানুষ পর উপকারি সাদা মনের মানুষ হিসেবে উপজেলার সর্ব মহলে পরিছিত ছিলেন।
একজন বীর মুক্তিযোদ্ধা, পর উপকারি সাদা মনের মানুষের মৃত্যুতে কুলিয়ারচর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড ও কিশোরগন্জ জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড সহ
আমরা বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কুলিয়ারচর, কিশোরগন্জ, গভীর ভাবে শোকাভিভূত।
কুলিয়ারচর বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা টিভি,জেলা প্রতিনিধি কিশোরগন্জ , মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন মরহুমকে দুনিয়াবি ভুলগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন।”
Leave a Reply