– সিলেটের কোম্পানিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভাঃ-সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান জাফর ইমাম কে সত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চিকিৎসা ধীন অবস্থায় গত শুক্রবার বোর রাতে মৃত্যুর কুলে ঢলে পড়েন। বীর মুক্তিযোদ্ধার সন্তান জাফর ইমাম হত্যার প্রতিবাদে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগ ও জেলা মহানগর এর যৌত আয়োজনে শনিবার দুপুর দুইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার আহবায়ক মোঃ নাসিম খানের সভাপতিত্বে এক মানবন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদ কেন্দ্রীয় কমিটির সদস্য লাভলু মিয়া সিলেট বিভাগের যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন পীর সদস্য সচিব আবুল হোসেন মোঃ সুমন সিলেট জেলার যুগ্ন আহবায়ক আব্দুল কাদির সদস্য সচিব সিলেট মহানগর কমান্ডের আহবায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব কমলেশ দাস সহ অনেক বীর মুক্তিযোদ্ধার গন উপস্তিত ছিলেন। বক্তারা অবিলম্বে খুনিদের গেফতারের দাবী জানান অন্যতায় সারা দেশে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃত্বে দুরবার আন্দোলন গড়ে তুলার হোসিয়ারী দেন।
Leave a Reply