সুনামগঞ্জ দোয়ারা বাজারে বঙ্গবন্ধুর শোক দিবস পালন।
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মুক্তি যুদ্ধা টেলিভিশন - মো রায়হান ইসলাম সোহাগ
আজ ১৫ আগষ্ট বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসে সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ৯ ঘটিকার সময় জননেত্রী হাসিনার অত্যন্ত আস্থা বাজন নেতা দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব ফরিদ আহমেদ তারেক এর নেতৃত্যে এক বিশাল শোক র্যালি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত র্যলি ও আলোচনা সভায় ছাত লীগ যুবলীগ সহ সর্ব স্তরের জনগন উপস্থিত ছেলেন।বঙ্গ বন্ধুর স্রিতি স্তম্বে পুুষ্প গাপন করে শোক র্যালির এক পর্যায়ে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব ফরিদ আহমদ তারেক। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুু সেখ মুজিবুর রহমানের আত্মার শান্তির জন্য জনগনের কাছে দোয়া কামনা করে।তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা কারিদের তিব্র নিন্দা জানায়। তাছাড়াও জন নেত্রী শেখ হাসিনার হাত আরো জোর করতে দোয়ারা বাসিকে উৎসাহিত করেন।এমনকি দোয়ারা বাজার উপজেলার সর্ব স্তরের জনগন ও নেতা কর্মিদের আগামি জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকতে ও সহায়তা করতে আহবান করেন।