উন্নয়নের ধারা অভ্যাহত রাখতে কাশিমপুরের লতিফ পুর পশ্চিম পারায় রাস্তার কাজ চলমান
মোঃ ফোরকান মিয়া
জেলা প্রতিনিধি, কিশোরগন্জ
মুক্তিযোদ্ধা টিভি
গাজিপুর জেলার কাশিমপুর থানার গাজিপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড এর লতিফপুর পশ্চিম পাড়ার মুজারমেইল টু কাশিমপুর রাস্তা থেকে লাল বিল্ডিং থেকে অনন্যা আবাসিক এলাকা বেক্সিমকো সিরামিক গেইট পর্যন্ত দীর্গ দিনের হাজার হাজার জন সাধারনের বহু কাংক্ষিত রাস্তার কার্পেটিং এর জন্য খোয়া প্লরিং হচ্চে,
সিটি কর্পোরেশন এর ২নং ওয়ার্ডের কাউন্সিলর মুন্তাজ উদ্দীন মন্ডল এর অক্লান্ত পরিশ্রমে শতভাগ চেষ্টায় হাজারো মানুষের এই রাস্তা বাস্তবায়নে ছোয়া বইছে, এই খুশিতে অনন্যা অবাসিক এলাকার প্লট মালিক সোসাইটির সভাপতি আছিম উদ্দীন মন্ডল ও সাধারন সম্পাদক হোসাইন আহাম্মদ জনগনের কাউন্সিলর আলহ্বাজ মুন্তাজ উদ্দীন মন্ডল কে কৃতজ্ঞতা সরুপ সাধুবাদ জানান,
তাদের আশা এবাবেই অএ এলাকায় সকল রাস্তা কার্পেটিং হবে মাননীয় কাউন্সিলর মহোদয়ের সু দৃষ্টিতে