অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ডিবি পুলিশের বিচক্ষণতায় অস্ত্র গুলিসহ ০১(এক) জন আটক
নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি
সাইফুল্লাহ (স্বজন)
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ
গত ১৬/০৯/২০২২খ্রিঃ তারিখে ডিবি পুলিশের নিকট জনৈক আবুল হায়াৎ প্র. রনি তথ্য দেয় যে, অত্র জেলার কবিরহাট থানা এলাকায় মাদলা গ্রামে আব্দুল রহিমের বসতঘরে অস্ত্র গুলি রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে এসআই(নি.) মো: সাঈদ মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের পারিপার্শ্বিকতায় তথ্যদাতার তথ্যের উপর সন্দেহ জন্মায়। তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা মোতাবেক তথ্যদাতা আবুল হায়াত রনিকে হেফাজতে নিয়ে অভিযান শুরু করে এবং তথ্যদাতার দেখানো মোতাবেক ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ০২(দুই) রাউন্ড কার্তুজ দেখতে পায় এবং জব্দ করে। ঘটনাস্থলেই উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের দেয়া তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত তথ্যদাতা আবুল হায়াৎ প্র. রনি(২৩), পিতা- মৃত আবুল খায়ের, মাতা- ফিরোজা বেগম, সাং- মাদলা(আবুল খায়ের পিয়নের বাড়ী), ৭নং বাটইয়া ইউপি, ০৭ নং ওয়ার্ড, থানা- কবিরহাট, জেলা- নোয়াখালী ও বাড়ীর মালিক আব্দুল রহিমের সাথে জায়গা-জমি সংক্রান্তে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। উক্ত বিরোধের জেরে তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলমান। তাৎক্ষণিকভাবে উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামীকে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদে একপর্যায়ে সে স্বীকার করে যে, পূর্ববিরোধের কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে গতকাল উক্ত রহিমকে ফাসানোর উদ্দেশ্যে উক্ত অস্ত্রগুলি সে রহিম বা তার পরিবারের অজ্ঞাতসারে উক্ত স্থানে রেখে যায়। এ বিষয়ে ধৃত আসামী আবুল হায়াৎ প্র. রনির বিরুদ্ধে কবিরহাট থানায় অত্য ১৭ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. তারিখে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।