নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার,,
নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি
সাইফুল্লাহ (স্বজন)
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্যারের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ কোম্পানীগঞ্জ থানার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী আশ্রাব সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া
*একাধিক মাদক মামলার আসামী*
*১। আবু সফিয়ান (৫০) ও*
*২। মিলন (৪৩) দ্বয়কে ৩০০(তিনশন) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।*
এছাড়াও এএসআই (নিরস্ত্র) মোঃ সুমন হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ ইউছুফ আলী নিম্নোক্ত আসামীদেরকে *সাজা পরোয়ানা ও গ্রেফতারী পরোয়ানামূলে* গ্রেফতার করেন।
*৩। সাজা জিআর-১৪৪৪/১৭ এর ০৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৩০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী শাহেদ হোসন রিপন*
*৪। জিআর-৯০৬/২০ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী রমজান আলী সুমন*
*৫। সিআর-১৫৮/২১ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোঃ ইব্রাহিম*
বর্ণিত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।