শান্তিগঞ্জে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার!!
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
উন্নত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য আরশ আলীক (৪০) কে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
আটককৃত ব্যাক্তি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগর গ্রামে বসবাস করে আসছেন।
শনিবার (২৪ সেপ্টেম্বর ) বিকেলে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরীর নির্দেশনায় এস আই সুব্রত কুমার দাসের নেতৃত্বে এএসআই আখতার, এএসআই দিবাস, এএসআই সারোয়ার, কন্সটেবল মিন্টু, কন্সটেবল ফরিদ ও থানার পুলিশ সদস্যরা হুজুর ছদ্মবেশে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার অভিযান চালিয়ে আরশ আলীকে তার বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ডাকাত আরশ আলীর নামে বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।