শাল্লা ভাম্রমান অভিযান বসিয়ে অবৈধ জাল পোড়ালো প্রশাসন।
শাল্লা উপজেলা প্রতিনিধি,
মুক্তিযোদ্ধা টেলিভিশন।
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের নিমিত্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু তালেব মহোদয় ও মৎস্য অফিসার জনাব মোঃ মাসুদ জামান খান শাল্লা সুনামগঞ্জের নেতৃত্বে ছায়ার হাওর,দারাইন নদী ও ভেড়ামোহনা হাওরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৪ সদস্য বিশিষ্ট পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন এসআই রাজু আহমেদ। ২৪ টি চায়না জাল, ২০ টি
কারেন্ট জাল ও একটি কোনা বেড় জাল আটক করা হয়।আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। জনাব আক্তার হোসেন ,গ্রাম-কান্দিগাও, শাল্লা, সুনামগঞ্জকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জালগুলো সর্বসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আয়োজনে:মৎস্য অধিদপ্তর শালা সুনামগঞ্জ।
Leave a Reply