জেলা পরিষদ নির্বাচনে মুকুটের জয়।
ইকবাল তালুকদার
শাল্লা উপজেলা প্রতিনিধি।
আজ সুনামগঞ্জ জেলা পরিষদ
নির্বাচনে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুট।সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন । নুরুল হুদা মুকুট মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬১২ ভোট। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ড. খায়রুল কবীর রুমেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬০৪ ভোট।সোমবার ১৭ অক্টোবর বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুট কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এ নির্বাচনে নুরুল হুদা মুকুট বিজয়ী হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২টি উপজেলার ১২টি কেন্দ্রে ভোট শান্ত সুষ্ঠু ভাবে ভোট গ্রহন করা হয়।