শাল্লায় শেখ রাসেল এর
৫৯ তম জন্মদিন পালন।
ইকবাল তালুকদার
শাল্লা উপজেলা প্রতিনিধি।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন পালিত হয়।কেক কেটে জন্মদিন উদযাপন করেন উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের জন নন্দিত চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস-চেয়ারম্যান এডঃদিপু রঞ্জন দাশ,সুনামগন্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী,কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরন চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সুধাংশু শেখর দাস,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদার যুবলীগ নেতা ফখরুল ইসলাম, সাংবাদিক বকুল আহমেদ তালুকদার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এছাড়াও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন শাল্লা উপজেলা প্রশাসন।