চৌদ্দগ্রাম পৌরসভায় হাল নাগাদ ভোটার কার্যক্রম শুরু।
——- শরীফ ইমাম, মুক্তিযোদ্ধা টিভি। চৌদ্দগ্রাম, কুমিল্লা।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাল নাগাদ চলমান ভোটার কার্যক্রম এর আওতায় আজ সারা দেশের ন্যায় চৌদ্দগ্রাম পৌরসভায়ও সরকারিভাবে হাল নাগাদ ভোটার কার্যক্রম চালু হয়েছে।
এ সময় সরজমিন ঘুরে আগত নতুন ভোটারদের তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, নির্বাচন অফিসের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর, চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সকলের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওনারা আজ সকাল ৭ টায় কাজে যোগদান করে খুব সুন্দর ও পরিপাটিভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে বল্লেন চৌদ্দগ্রাম এর মানুষ অত্যন্ত বিনয়ী ও ভালো কেননা খুব সুন্দরভাবে কাজ পরিচালনায় ওনারা আমাদের প্রতি যথেষ্ট যত্নশীল। মোটকথা আমরা চৌদ্দগ্রাম এ কাজ করে অত্যন্ত আনন্দিত ও প্রফুল্ল।
নতুন ভোটারেরাও খুব আনন্দ প্রকাশ করে বলছেন যে আমরা খুব সহজেই নিজেরা সারিবদ্ধভাবে একের পর এক লাইনে দাড়িয়ে ভোটার আই ডি কার্ড তৈরীতে অংশগ্রহণ করছি।
এভাবে চৌদ্দগ্রাম এর ন্যায় সারা দেশে আশা করবো গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই হাল নাগাদ নতুন ভোটারদের কার্যক্রম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সমাপ্তি হবে।
Leave a Reply