চৌদ্দগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন অনুষ্ঠান।
——————————————–
শরীফ ইমাম, চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি।
১০ ই জানুয়ারি শনিবার চৌদ্দগ্রাম উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কতৃক প্রস্তুতকৃত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ডিজিটাল সনদ স্মার্ট আইডি কার্ড বিতরন অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক সফল রেলপথ মন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মুজিবুল হক মুজিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব তানভীর হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ৭১ এর রণাঙ্গনের লড়াকু সৈনিক সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রন্জন চক্রবর্তী, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, ডিপুটি কমান্ডার শামসুল হক বি এস সি, বীর বিক্রম বাহার রেজা, বীর মুক্তিযোদ্ধা আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার ওয়াহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ আর সেলিম, বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সিনিয়র সহ সভাপতি ও চৌদ্দগ্রাম পৌরসভার মাননীয় মেয়র জননেতা জনাব জি এম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সহ সভাপতি জনাব আক্তার হোসেন পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এ বি এম বাহার সাহেব, উপজেলা চেয়ারম্যান জনাব হাসান, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এ বি এম বাহার, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক বীর পূত্র জনাব রহমতুল্লাহ বাবুল স্যার সহ চৌদ্দগ্রাম উপজেলার সকল জীবিত বীর মুক্তিযোদ্ধাগন।
এই স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ হাতে পেয়ে সকল মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে থাকেন। আনন্দে আত্মহারা হয়ে মুক্তিযোদ্ধারা আবেগ আপ্লুত হয়ে যান।
আশা করি এই স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদের মাধ্যমে এই বাংলার মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে আগের চেয়ে তারা সম্মানিত হয়েছেন।
Leave a Reply