1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

পটুয়াখালীতে বিজয় দিবস পালিত হলো যথাযথ মর্যাদায়

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৯২ Time View

অপূর্ব সরকার
পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীতে বিজয় দিবস পালিত হলো যথাযথ মর্যাদায়

পটুয়াখালীতে বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে ও বর্ণাঢ্য আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয় । দিবসের প্রাক্কালে ডিসি স্কোয়ারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপনের বর্ণাঢ্য কর্মসূচী শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ব শায়িত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৬.৪৫ মিঃ জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এড. মোঃ শাহজাহান মিয়া, সংরক্ষিত মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এড. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরসহ নেতৃবৃন্দ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তাবক অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা ও উপজেলায় বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন এবং ব্যক্তি প্রধানগণসহ হাজার নারী পুরুষ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে গণকবর সমূহ জিয়ারত করেন নেতৃবৃন্দ।

সকাল ৭.৪৫ মিঃ জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ হতে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র্্যালী শুরু করে এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়ামে গিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। ৮.৪০ মিঃ বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি ও সিভিল ডিফেন্স,স্কাউট বাদল দল, রোভার স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজঞ কুঁচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল ৯ টায় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

বেলা ১১.৩০ মিঃ সময় বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, দুপুর ১২ টায় বিনা টিকিটে শিল্পকলা একাডেমীতে ও তিতাস সিনেমা হলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বাদ জুমা জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বড়মসজিদে কোরআনখানি, মিলাদ মাহফিলসহ অন্যান্য মসজিদে দোয়ার আয়োজন করে জেলা প্রশাসন। দুপুরে হাসপাতাল, জেল খানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও সরকারী শিশুপরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া বিকালে স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগীতা, সন্ধ্যায় ডিসি স্কোয়ারে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss