এম আর মামুন চৌধুরী
মুক্তিযোদ্ধা টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২২,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্টে প্রধান।
সিলেট দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের অভিজ্ঞ সুনামধন্য প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক এর সভাপতিত্বে ও সিনিয়ন শিক্ষক রাজিব কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এসএসসি-২০২২, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক জনাব প্রফেসর ডাঃ সাকিল আহম্মদ, সভাপতি অত্র বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজ এর সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন, প্রধান নির্বাহী অত্র বিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষক নার্গিস আক্তার, আলমগীর হোসেন ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব প্রফেসর ডাঃ সাকিল আহম্মদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস।
এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক আলোচনা করেন প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন ও প্রধান শিক্ষক আব্দুল মালিক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেন অত্র বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকারা।
Leave a Reply