০৮-০১-২৩
পটুয়াখালীতে ১০ হাজার পিচ ইয়াবাসহ যুবক আটক
পটুয়াখালীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ এক যুবক আটক হয়েছে। আটককৃত যুবকের নাম মো. রফিকুল ইসলাম(৩৬)। রোববার সকালে পটুয়াখালী-বরিশাল রুটের পরিত্যক্ত বিমান বন্দর সংলগ্ন শিয়ালি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মৃত ওয়াহিদ ফকিরের ছেলে রফিকুল ইসলাম। আটককৃত ব্যক্তি পল্লি বিদ্যুত শ্রমিক বলে দাবি করেন।
ঘটনার বরাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন-র্দীঘদিন থেকে আটককৃত যুবক মাদকের সঙ্গে জড়িত থাকার তথ্য নিশ্চিৎ করেছেন একটি সুত্র। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান পরিচালনা করেন তারা। এসময় বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেরে আসা সেকান্দার পরিবহন বাসটি তল্লাশি করে রফিকুল ইসলামের কাছ থেকে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেন তারা।
অপূর্ব সরকার
পটুয়াখালী জেলা প্রতিনিধি