পটুয়াখালীতে স্কুল ছাত্রী নিখোঁজের ঘটনায় আটক ১
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১২ বছর বয়সী লামিয়া নামের এক স্কুল ছাত্রী নিখোঁজের ঘটনায় আল আমিন নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করলে তাকে নিয়ে সাম্ভব্য স্থান থেকে লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এদিকে রোববার দুপুরে চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা বাজারে লামিয়ার হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শতাধিক মানুষ।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, সন্দেহভাজন আসামী আল আমিনকে নিয়ে নদীতে অভিযান চালানো হচ্ছে। কোথায় লাশ ফেলা হয়েছে সে জন্য আটক আসামিকে সাথে নিহতের লাশ উদ্ধারে কাজ চলছে। লাশ উদ্ধার হলে ময়না তদন্ত শেষে হত্যার কারণ উদঘাটন করা যাবে।
এলাকাবাসী, পুলিশ ও লামিয়ার স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় চরআন্ডা বাজারে মুদি দোকান থেকে মরিচের গুরো কিনতে বের হয় লামিয়া। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে পাশের একটি ক্ষেত থেকে তার পায়ের জুতো, মরিচের গুরো এবং ওড়না পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় অটোরিকশা চালাক আল আমিন হাওলাদারকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার অটোর সাথে ধাক্কা লেগে লামিয়ার মৃত্যু হয়। পরে রাতে লাশ নদীতে ভাসিয়ে দেয় সে।
অপূর্ব সরকার
পটুয়াখালী জেলা প্রতিনিধি।