সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার আঃ রাজ্জাকের খুনীদের বিচারদাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল-
পটুয়াখালীর সবার প্রিয় বিশ্বস্ত ব্যক্তিত্ব সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার আব্দুর রাজ্জাক হাওলাদার হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবীত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আজ ১৫ জানুয়ারী রবিবার বিকাল ৪ টায় লঞ্চঘাট চত্বরে।
পটুয়াখালী পৌরবাসীর ব্যানারে শত শত মানুষ পটুয়াখালীর সবার প্রিয় বিশ্বস্ত ব্যক্তিত্ব সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার আব্দুর রাজ্জাক হাওলাদার হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবীত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মুসলিমপাড়া নিবাসী মোঃ আলাউদ্দিন স্যার, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর খায়রুল আহসান খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক জি এম জাফর কিরন, জেলা যুবলীগের সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম শোয়েব, কাউন্সিলর এস এম ফারুক মৃধা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সজিব প্রমুখ।
সভায় বক্তারা বলেন আব্দুর রাজ্জাককে পরিকল্পিতভাবে সুন্দরবন লঞ্চের ইন্সেপেক্টর ইউনুচ ও কেরানী মশিউর লঞ্চের ভীতরে বসে এলোপাথারি কিল, ঘুষি ও লাথির আঘাতে আব্দুর রাজ্জাকের মৃত্যুঘটে।
এ খুনী ইউনুচ ও মশিউরের বিচার না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুশারী করেন বক্তারা। মানববন্ধন শেষে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভকারীরা। গতো ১৪ জানুয়ারী বিকালে পটুয়াখালী লঞ্চঘাটে সুন্দরবন -১৪ লঞ্চে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মৃত আঃ রাজ্জাকের স্ত্রী আসমা আক্তার মিলা পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে আঃ রাজ্জাকের ছোট ভাই মেঃ জাহিদুল ইসলাম জানান।
অপূর্ব সরকার
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।