বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
মোঃওসমান গনি বাবু পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার নিজ বাসার ফটকের সামনে ২০ জানুয়ারি রাতে খুন হন পাটগ্রাম মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী (৬৮)। এ ঘটনায় প্রতিবেশি নাহিদুজ্জামান প্রধান বাবু (২৫) ও অজ্ঞাত আসামিদের উল্লেখ করে পরদিন পাটগ্রাম থানায় নিহতের ছোট ছেলে রিফাত হাসান পাটগ্রাম থানায় হত্যা মামলা দেন। খুন হওয়ার ১০ দিনের মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।ধন্যবাদ বাংলাদেশ পুলিশের সৎ সাহসী দক্ষ নম্রস্বভাবের মিশুক প্রকৃতির যোগ্য পুলিশ কর্মকর্তা পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ বীরমুক্তিযোদ্ধার সন্তান জনাব Omar Faruq স্যার’কে,OC patgram তার অসীম ধৈর্য ও কঠিন কর্মস্পৃহার পাশাপাশি সুযোগ্য নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত পাটগ্রাম থানা’সহ ১০ সদস্যের একটি টিম ২৯/০১/২০২৩ ইং তাং- এ রোজঃ রবিবার রাত আনুমানিক ০৮ঃ০৬ মিনিটে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেন বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী এম ওয়াজেদ আলী’র হত্যাকান্ডের প্রধান আসামী নাহিদুজ্জামান প্রধান বাবু’কে।
মুহুর্তের মধ্যে স্বস্তি ফিরে আসার আনন্দে ভাসছে পাটগ্রাম উপজেলার আপামর জনতা,প্রশংসা ও অভিনন্দনে ভাসছেন বাংলাদেশ পুলিশ ও ওসি ওমর ফারুকসহ পাটগ্রাম থানার সকল পুলিশ সদস্য।
ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে ওসি ওমর ফারুক স্যারের নেতৃত্বে পুলিশ বাহিনীর সাফল্যের কৃতিত্ব।
প্রিয় পাটগ্রাম বাসী- সময়ের অপেক্ষা মাত্র, উদ্ঘাটন হবে হত্যাকান্ডের আসল ঘটনা ও মাস্টারমাইন্ড এর মুখোশ।
Leave a Reply