পটুয়াখালী জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী ইসরাত হোসেন বাদল কে জনপ্রিয় অনলাইন মুক্তিযোদ্ধা টেলিভিশন এর সহযোগী সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।এর আগে তিনি মুক্তিযোদ্ধা টেলিভিশন এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে ছিলেন। পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে সর্বচ্চ নীতিনির্ধারণী পদ সহযোগী সম্পাদক হিসেবে ২০২৩ সালে তাকে মনোনয়ন দেওয়া হয়। মুক্তিযোদ্ধা টেলিভিশন এর একান্ত এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমি অঙ্গীকার করছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি দেশের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি মুক্তিযোদ্ধা টেলিভিশনের সর্বচ্চ নীতিনির্ধারণী কমিটি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, সম্পাদকমন্ডলীরসহ সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার নির্যাতিত হচ্ছে ,তাই এই নির্যাতন বন্ধে মুক্তিযোদ্ধা টেলিভিশন কঠোর ভূমিকা পালন করবে। এবং মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ে তার মুক্তিযোদ্ধা টেলিভিশন সর্বদা কাজ করে যাবে। তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply