লালমনিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত এক।
মোঃ ওসমান গনি বাবু লালমনিরহাট পতিনিধি
লালমনিহাটের পাটগ্রামে বাউরা নামক এলাকায় মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত।
গতকাল শনিবার (১১ ফ্রেব্রুয়ারি) বিকাল ৪টায় বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় এর সামনে লালমনিরহাট গামী পন্যবাহী ট্রাক বড়খাতা হতে বাউরার দিকে আসছিল। অপরদিকে মোটরসাইকেল আরোহী বাউরা বাজার হতে বড়খাতার দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল আরোহী। নিহত ব্যক্তি হলেন বাদশা মিয়া ছেলে মিনার হোসেন (৩০)। বাউরা স্টেশন পাড়ার বাসিন্দার তিনি। তবে ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছে এলাকাবাসী। ট্রাকের নাম্বার খুলনা মেট্রো শ১১-০২২২। এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।