সরকার নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারসমূহের
জাতীয় সংগঠন”বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ” এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত।
গত ১৮ফেব্রুয়ারি,২০২৩ শনিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন গ্রন্থাগার পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মালিক খসরু পিপিএম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম, এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রনালয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে এম খালিদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব হাবিবা রহমান খান শেফালী, এমপি ও সাধারণ সম্পাদক,বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ।
জনাব অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রফেসর ড. মীজানুর রহমান, সাবেক উপচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জনাব মফিজউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি গ্রন্থাগার পরিষদের সমন্বয়কারী জনাব ইমাম হোসেন।।
বেসরকারি গ্রন্থাগার পরিষদের দিনব্যাপী এই সম্মেলনে দেশের ৬৪জেলা থেকে প্রায় ৪৫০টি গ্রন্থাগারের ৫৫০জন প্রতিনিধি অংশগ্রহন করেন।
গ্রন্থাগার পরিষদের সম্মেলনে সম্মানীত অতিথি এবং বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ও বুদ্ধিবৃত্তিক সমাজ প্রতিষ্ঠায় তৃণমুল পর্যায়ে জনসচেতনতা ও সুনাগরিক গড়ে তোলার অঙ্গীকার ব্যাক্ত করেন।
Leave a Reply