বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ গণপাঠাগারে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।।
=====================================
আজ ২১ ফেব্রুয়ারি/২০২৩ ( ৮ ফাল্গুন ১৪২৯) মঙ্গলবার বাদ আসর অভয়নগরের ভাঙ্গাগেটস্থ বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ গণপাঠাগারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় এবং সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঠাগার উপদেষ্টা আব্দুল মজিদ সরদার, মাওলানা নজরুল ইসলাম, আজীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ এর বড় পুত্র এস এম আবু বকর, শরীফ বেলাল হোসেন প্রমূখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মোল্লা, ব্যবসায়ী আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক নিজাম ভাসানী, শিক্ষক আব্দুল্লাহ হুসাইন বেলাল, আব্দুল লতিফ মোল্লা, ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমুখ।