চৌদ্দগ্রাম এ বিপি দিবস পালন।
মোঃ ঈমাম হোসেন ভূইয়া শরীফ। চৌদ্দগ্রাম, কুমিল্লা।
গতকাল বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম এর বাতিসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে স্কাউট প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড বেডেন পাওয়েল অফ গিলওয়েল এর ১৬৬ তম জন্মদিন পালন করা হয়।
এতে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বাতিসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চৌদ্দগ্রাম উপজেলা স্কাউটস এর সহকারী কমিশনার সালে আহমদ ভূঞাঁ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা স্কাউটস কমিশনার তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ কে এম মীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রুপম সেনগুপ্ত, প্রধান শিক্ষক ও চৌদ্দগ্রাম উপজেলা স্কাউটস সম্পাদক। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাতিসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপের ইউনিট লীডার বাবু দীপঙ্কর কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন, বাতিসা মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম ও বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম মজুমদার, বিদ্যালয়ের সহকারী ইউনিট লীডার মোঃ ঈমাম হোসেন ভূইয়া শরীফ ও বিদ্যালয়ের দুইটি ইউনিটের সকল বয় স্কাউট ও গার্লস স্কাউট সদস্যবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চৌদ্দগ্রাম উপজেলা স্কাউটস এর সহকারী কমিশনার সালে আহমদ ভূঞাঁ ওনার বক্তব্যে স্কাউট প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশ্বব্যাপী যে যুবকদের যে অবদান রেখে গিয়েছেন তাহা বিশদভাবে আলোচনা করেন যাহা স্কাউটদের মাঝে স্কাউটিং কার্যক্রম কে এগিয়ে নেওয়ার জন্য ব্যাপক উৎসাহ সৃষ্টি হবে।
অনুষ্ঠানের মাঝামাঝি পার্যায়ে এসে প্রধান অতিথি তানভীর হোসেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে বেডেন পাওয়েল এর ১৬৬ তম জন্মদিনের শুভ সূচনা করেন এবং এসময় বিশেষ অতিথি চৌদ্দগ্রাম হাজ্বি জাফর আলি সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত সকল উপস্থিত সকলের সমস্বরে গ্র্যান্ড ইয়েলের মাধ্যমে স্লোগানে স্লোগানে হলরোম মুখরিত করে তোলেন। শুভ শুভ শুভদিন – বেডেন পাওয়েল এর জন্মদিন।
Leave a Reply