৩০%কোটাসহ ৭ দফা দাবিতে রাজধানীর ঢাকার শাহবাগ রাজপথ কেঁপে উঠলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর চেয়ারম্যান সোলায়মান মিয়ার নেতৃত্বে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর চেয়ারম্যান জনাব সোলাইমান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা ২৩ শে ফেব্রুয়ারী ২০২৩ ঢাকার শাহবাগে একত্রিত হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেওয়া কোটা বাতিলের জন্য ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,বীর মুক্তিযোদ্ধার সন্তান,লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদ সহ স্বাধীনতার স্বপক্ষে বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।ভোর হবার আগেই গতকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা ঢাকায় আসেন এবং সকাল হবার সাথে সাথে রাজধানী ঢাকার শাহবাগে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে জড়ো হতে শুরু করে। তারপর হাজার বীর মুক্তিযোদ্ধার সন্তান হাতে পতাকা নিয়ে অবস্হান নেন এবং তাদের দাবি দাওয়া তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা, মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করা, বিশেষ কোটা সৃষ্টির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরীর ব্যবস্থা করা, মুক্তিযোদ্ধা পরিবারের শ্রেনী মর্যাদা নির্ধারন, মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধিকরন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রী চিকিৎসার ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।তারপর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর চেয়ারম্যান জনাব সোলায়মান মিয়া ও শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন।