রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
রবিবার (৫ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উখিয়ার ১১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুপুরে ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম ও জেলা হেড কোয়ার্টার থেকে আরও দুটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।