চৌদ্দগ্রামে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ ঈমাম হোসেন ভূইয়া
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে চৌদ্দগ্রাম পৌর হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আক্তার দীপ্তি, নির্বাচন কর্মকর্তা মো: ফারুক হোসেন, উপজেলা আ’লীগের সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাদের, মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার টিপু রায়, কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মজুমদার।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো: মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার, আবু বকর সুজন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, অর্থ সম্পাদক সোহাগ মিয়াজী, সাংবাদিক মো: বেলাল হোসাইন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ এর নির্বাহী সম্পাদক সাংবাদিক এমদাদ উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, দফতর সম্পাদক এম এ হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান রিপন, পাঠাগার সম্পাদক কাজী সেলিম, প্রেসক্লাবের সদস্য মনির উল্লাহ্, আব্দুর রব লাভলু, মেহরাব হোসেন অপি, ইমাম হোসেন ভূঁইয়া শরীফ, নাজমুল ইসলাম, সাংবাদিক আব্দুল মান্নান, আব্দুল মমিন ভূঁইয়া মীরু, আনিসুর রহমান, শাহিন আলম, জহিরুল ইসলাম সুমন, ফাহাদ আহমেদ পাটোয়ারী, কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply