পটুয়াখালীতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
১৭ তারিখ শুক্রবার সকালে জাতির জনকের মুরালে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম,পটুয়াখালী-০১ আসনের সাংসদ অ্যাড. শাহজাহান মিয়া,নারী সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতান হেলেন,পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম,জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর,সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান,এ্যাড মোঃ গোলাম সরোয়ারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ,মহিলালীগ,স্বেচ্ছাসেবকলীগ,বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্থাবক অর্পণ করেন।
পরে সকাল ৯ টায় সরকারি শিশু পরিবারে জাতির জনকের বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এর কেক কাটা হয়। সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। দুপুর দেড়টায় হাসপাতাল, জেলা কারাগার এবং এতিমখানা, সরকারি শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকাল ৩ টায় ডিসি মঞ্চে বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শন ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রচার, বিকাল ৪ টায় ডিসি মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বিকাল সাড়ে ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
অপূর্ব সরকার
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
০১৭৯০৭৬১০৭৭