চৌদ্দগ্রাম উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর।
মোঃ ঈমাম হোসেন ভূইয়া। কুমিল্লা, চৌদ্দগ্রাম প্রতিনিধি।
২২শে মার্চ সকাল ১১ টায় শুরু হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম।
কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় চৌদ্দগ্রাম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় অতিরিক্ত কমিশনার আনোয়ার পাশা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁঞা হাসান, শুভেচ্ছা বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার ভূমি তমালিকা পাল। যারা ঘর পেয়েছেন তাদের মধ্য থেকে বক্তব্য রাখছেন উপকার ভূগী মোঃ স্বপন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপু। মোশাররফ হোসেন চেয়ারম্যান কাশিনগর ইউনিয়ন পরিষদ।
পরিশেষে যথাসময়ে চৌদ্দগ্রাম উপজেলায় যে সকল ভূমি ও গৃহহীনরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক জমি ও ঘর পেয়েছেন তাহারা সকলেই চৌদ্দগ্রাম উপজেলা হলরুমে বসে সরাসরি অন লাইন প্রযুক্তির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন উদ্ভোদনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২ (নানকরা) এ জি এম আবদুল কাদের জিলানী। চৌদ্দগ্রাম উপজেলার সকল দপ্তরের প্রশাসন সহ বিভিন্ন শ্রেনী পেশায় নিয়োজিত নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।