পটুয়াখালীতে নানা আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত —
মোঃ মহিউদ্দিন সুমন,
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে নানা আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
বুধবার(২২মার্চ) দুপুর ১২ টায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে মাস্টার ট্রেনার মাওলানা মোঃ আব্দুল হালিমের উপস্থাপনায় “ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাসহ ইসলাম প্রচার- প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদান” শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাঈনুল হাসান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী। আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিও মোঃ শহিদুল ইসলাম। এর আগে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে পবিত্র কুরআনখানী ও র্্যালী অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু এঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া- মোনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল হালিম। #
Leave a Reply