আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে ব্যাংকের ম্যানেজারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার সকল ব্যাংক ম্যানেজারদের সাথে অদ্য ২৩.০৩.২০২৩ খ্রিঃ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয়ের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ব্যাংকের নিরাপত্তা বিষয়ে ব্যাংক ম্যানেজারদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। পুলিশ সুপার মহোদয় বলেন, সাধারণ মানুষ ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন। কাজেই প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সকলকেই ভাবতে হবে। ব্যাংকের ভেতরে এবং বাইরে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ব্যাংকের নিরাপত্তা কর্মীদের অস্ত্র-গুলি ঠিকমত কাজ করছে কিনা সেটাও মনিটরিং করতে হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা বেষ্টনীর বিষয়টিও ভাবনায় রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), টিআই (প্রশাসন), ডিআইও-১, ওসি (ডিবি), ইন্সপেক্টর (অপারেশন), সদর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।