নড়াইলের ঘ রা মি ঘ র এ কম্বল বিতরণ ।
মোঃ ওমর ফারুক
খুলনা বিভাগীয় প্রতিনিধি
মহান স্বাধীনতার মাসে, পবিত্র মাহে রমজানের প্রথম দিন শুক্রবার জুমার নামাজের পরে নড়াইল নজরুল চেতনার বাতিঘর ঘ রা মি ঘ রে পঞ্চাশটি কম্বল বিতরণ করা হয়েছে । ঘ রা মি ঘ রে র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, নজরুল-ভাবুক কবি ও বর্ষীয়ান সাংবাদিক এইচ এম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও ঘ রা মি ঘ র কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো আবুবক্কার মোল্লা, স্বাস্থসেবা ডাঃ মো. আবু সাঈদ, যুগ্ম সম্পাদক বিকাশ বিশ্বাস, সহসভাপতি ইসহাক আলী গাজী, দপ্তর সম্পাদক রুমিচা বেগম, নারী বিষয়ক সম্পাদক তৃপ্তি রানী, কৃষি বিষয়ক সম্পাদক মোল্লা রেজাউল ইসলাম, সিনিয়র সদস্য ইমদাদুল গাজী প্রমুখ।
অনুষ্ঠানে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে এইচ এম সিরাজ বলেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান গত ১৯ মার্চ ঘ রা মি ঘ রে "বিদায় সংবর্ধনা" নিতে এসে মহানুভবতা দেখিয়ে ঘ রা মি ঘ রে কিছু কম্বল বরাদ্দ করেন। বাঙালি জাতিপিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ত্রানের অন্তর্ভুক্ত কম্বলগুলো পেয়ে সবাই খুশি হন এবং গভীর কৃতজ্ঞতা জানান।