চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবস উদযাপন।
মোঃ ঈমাম হোসেন ভূইয়া।
কুমিল্লা, চৌদ্দগ্রাম প্রতিনিধি
২৬ শে মার্চ সকাল ১০ টায় চৌদ্দগ্রাম উপজেলা হল রুমে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতি হিসাবে উপস্থিত ছিলো চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলো চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূুইয়া হাসান। বিশেষ অতিথি চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর পূত্র অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার।
অনুষ্ঠান চলাকালীন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব এম পি ফোন করে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত না থাকতে পারার জন্য দুঃখ প্রকাশ করেন সেই সাথে তিনি বলেন যে সকল সময় সকল অবস্থায় আমি বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশে আছি এবং পাশে থেকে সময় দিয়ে যাবো। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন ডাঃ গোলাম কিবরিয়া টিপু। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডিপুটি কমান্ডার শামসুল হক বি এস সি। বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ। বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক। সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রন্জন চক্রবর্তী। বীর মুক্তিযোদ্ধা আবদুল বারী সাবেক ডিপুটি কমান্ডার। সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দটি ইউনিয়ন থেকে আগত সকল মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার ও মুক্তিযোদ্ধারা, সর্বমহলের সম্মানিত ব্যাক্তিবর্গ ও চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সদস্যগন।
Leave a Reply