পটুয়াখালীতে মাদকসহ দম্পতি আটক
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালীতে র্যাব-৮ এর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক হয়েছে। আটককৃতরা হলেন-মো. সেলিম শিকদার(৫০) ও তার স্ত্রী মোসাঃ হোসনেয়ারা বেগম(৪০)। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের প্রায় ১৯ হাজার টাকা এবং মোবাইল সেট উদ্ধার করা হয়। ২৬ মার্চ রাত ১০টার দিকে সদর উপজেলা ৯ নং ওয়ার্ডের মো. শহীদুল ইসলামের বাসার সামনে থেকে তারা আটক হয়।
পটুয়াখালী র্যাবের ৮ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন-আটককৃত দম্পতি জেলা শহরে অবস্থান করে র্দীঘদিন মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের মাদকসহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের বাড়ী গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে।
Leave a Reply