নড়াইলের বিদায়ী জেলা প্রশাসক কর্তৃক দুই দরিদ্র শিক্ষার্থীকে সাইকেল উপহার।
মোঃ ওমর ফারুক
বিভাগীয় প্রতিনিধি, খুলনা
মুন্নী কলেজে আর অন্বেষা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। উভয়ই গরীব পরিবারের সন্তান। দুজনই সম্ভাবনাময়ী। নড়াইল নজরুল চেতনার বাতিঘর–
ঘ রা মি ঘ র এর সক্রিয় সদস্য অন্বেষার মা তৃপ্তি রাণী ও মুন্নীর বাবা ইসহাক আলী গাজী। এ সুবাদে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ওদের দুজনকে দুটি বাইসাইকেল উপহার দিয়েছেন। ২৯ মার্চ অপরাহ্নে জেলা প্রশাসকের পক্ষে নড়াইলের নেজারত ডেপুটি কালেক্টর (এন.ডি.সি) সাইকেল দুটি হস্তান্তর করেন। এসময় উভয় শিক্ষার্থীর মা-বাবা এবং ঘ রা মি ঘ র প্রতিষ্ঠাতা বর্ষীয়ান সাংবাদিক ও নজরুল-ভাবুক এইচ.এম সিরাজ উপস্থিত ছিলেন।