আকর্ষিক দূর্ঘটনা থেকে প্রানে বাচলো ৮ জন ছাত্রী।
কুমিল্লা (চৌদ্দগ্রাম প্রতিনিধি)
মোঃ ঈমাম হোসেন ভূইয়া শরীফ।
৫ই এপ্রিল বুধবার বিকেল ৩ টা ৪০ মিনিট এ স্কুল ছুটির পরে যথারিতি সৈয়দা আঞ্জুমান আরা গার্লস স্কুলের ছাত্রীরা স্কুল বাসে করে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে রোডের পাশে স্কুল বাসটি থেমে ছাত্রী নামানুর সময় পিছন দিক থেকে বেপরোয়াভাবে চট্টগ্রাম থেকে ঢাকামুখি ছুটে আসা
চকলেট কালারের প্রিমিও কার টি (ঢাকা মেট্রো গ ৪৫ - ৮৪১৫) সজোরে ধাক্কা দিলে ( ঢাকা মেট্রো চ ১৫ - ৯৬৪৪) স্কুল বাসটি ছিটকে পড়ে। এসময় গাড়িতে থাকা ৮ জন ছাত্রী অল্পের জন্যে প্রানে বেচে ভয়ে চিৎকার করতে থাকে এবং গাড়িতে থাকা ছাত্রীদের গাইড খাদিজা মাথায় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়।
ঢাকা ব্যাংক এর ড্রাইভার এর সঙ্গে কথা বল্লে ড্রাইভার মোঃ রুস্তম মাতাব্বর এবং গাড়িতে থাকা দুইজন ব্যাংকার মোঃ কায়সার ও মোঃ সাকিব পাল্টা অভিযোগ করে বলেন যে স্কুল বাসটি হঠাৎ করে থেমে যাওয়ায় আমাদের কারটি কন্ট্রোল করতে পারিনি।
পরে মিয়ার বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই শহীদুল ইসলাম ঘটনাস্হলে পৌঁছে উভয়ের মতামত শুনে এবং ফোনে ওনার বসের সঙ্গে কথা বলে গাড়ি দুটিকে ছেড়ে দেন। এ সময় গাড়ি দুইটি চিওড়া রাস্তার মাথায় শাহীনের গেরেজে অবস্থান করছিলো।