পটুয়াখালীতে শিবু লাল দাস অপহরণের ঘটনায় গ্রেফতার আরো এক জন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে বিশিষ্ট ব্যাবসায়ী শিবু লাল দাস অপহরণের ঘটনায় আরো এক আসামিকে গ্রেফতার করেছে পটুয়াখালী থানা পুলিশ।
মঙ্গলবার (৪এপ্রিল) বিকাল ৪টার সময় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাটুখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিরন(৪৪) বরগুনা জেলার আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের হলুদিয়া গ্রামের মোসলেম আলী মোল্লার ছেলে।
আসামি গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, শিবু লাল দাস অপহরণের ঘটনায় জড়িত আসামি হিরনকে তথ্য প্রযুক্তির সহায়তায় পাটুখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপহরণ মূল আসামি ল্যাংড়া মামুনের ফুফাতো ভাই হিরন। ঘটনার পর থেকেই সে পলাতক ছিলো। মামলার আগের তদন্তকারী কর্মকর্তা বদলি হওয়ার পর সে নিজ বাড়িতে ফিরে আসে। এ পর্যন্ত তাকে নিয়ে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আরো দুইজন আসামি পলাতক আছে। তাদেরকে গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য গত ২০২২ সালের ১১ এপ্রিল গলাচিপা থেকে নিজ বাড়িতে ফেরার পথে অপহরণ হন পটুয়াখালীর বিশিষ্ট ব্যাবসায়ী শিবু লাল দাস। অপহরণের পর তার স্ত্রী কাছে ফোন করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণের ঘটনাটি বেশি ছড়িয়ে পরলে পরের দিন পটুয়াখালী পৌর শহরের এসপি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে মুখ হাত পা বাঁধা অবস্থায় বস্তা ভর্তি করে ফেলে রেখে যায় অপহরণকারীরা। এসময় শিবু লাল দাসের সাথে তার গাড়ির ড্রাইভারকেও ফেলে রেখে যায়। পরে তাদের সেখান থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। ঘটনার মূল হোতা মুফতি মামুন ওরফে ল্যাংড়া মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পারভেজ সহ দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Leave a Reply