আলফাডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ ধারণাপত্র শীর্ষক কর্মশালা
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ ধারণাপত্র শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ শাহ্ জাহাঙ্গীর আলম, আলফাডাঙ্গা থানার সেকেন্ড কর্মকর্তা (এসআই) আবু শহীদ, আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর কে এম তারিকুল ইসলাম, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন ও হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য মিয়া রাকিবুল প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবে। এবার টার্গেট স্মার্ট বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি- এই চারটি ভিত্তির ওপর গড়ে তোলা হবে ‘স্মার্ট বাংলাদেশ’। কর্মশালায় চারটি ভিত্তির মধ্যে স্মার্ট সোসাইটি সুরক্ষা বিষয়ের ওপর নানাবিধ আলোচনা করা হয়।
Leave a Reply