পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের হাতে একাধিক মাদক মামলার আসামি আটক
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালীর চিহ্নিত মাদক কারবারি একাধিক মামলার আসামি মোঃ শাহ আলম মাদবর (৫৯)কে শহরের চরপাড়াস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার ( ৫ তারিখ ) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক সম্বিত রায়ের একটি টিম অভিযান চালিয়ে নিজ ঘর থেকে ১৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ৯টি এবং বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ০১টি মাদক মামলা রয়েছে। শাহ আলমের পরিবারের সবাই মাদক কারবারি। তার স্ত্রী নিলুফা বেগমের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ৮টি, মে সালমা বেগমের বিরুদ্ধে একই থানায় ১২ টি, ছেলে সোহেল মাতবরের বিরুদ্ধে ১৯টি, সোহেলের ছোট বউ দোলার বিরুদ্ধে ৫টি, সোহেলের বড় বউ শিল্পী বেগমের বিরুদ্ধে ৪টি, মেয়ে রুপার বিরুদ্ধে ৬টি, আরেক মেয়ে তানিয়ার বিরুদ্ধে ০১টি এবং মে সালমার জামাই জলিল শরীফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৪টি মামলা রয়েছে। সবগুলো মামলায় বিচারাধীন রয়েছে।
Leave a Reply