কাজী টিটোকে সভাপতি ও শাফি সমুদ্র সাধারণ সম্পাদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যশোর জেলার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও প্রতিষ্ঠাতা মহাসচি শফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত সংগঠনটির যশোর জেলা কমান্ড কাউন্সিল এর কমিটি অনুমোদন করেন। ৭১ সদস্যের কমিটিতে সভাপতি নির্বাচিত হন কাজী টিটো এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন শাফি সমুদ্র। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যশোর জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধান সন্তানেরা নির্বাচিত হয়েছেন। জাতীয় ও আঞ্চলিক রাজনীতিতে, সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাদের অবদান রয়েছে। অন্যান্যদের মধ্যে সদস্য নির্বাচিত হন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম, অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, ঝিকরগাছা পৌরসভার মেয়র জনাম মোস্তফা আনোয়ার পাশা জামাল, কেশবপুরের জনপ্রিয় রাজনীতিবিদ এ্যাড. মিলন মিত্র, 2নং সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. খান টিপু সুলতানের জেষ্ঠ্যপুত্র ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য হুমায়ূণ সুলতান শাদাব, মণিরামপুর যুবলীগের সাবেক সভাপতি স,ম আলাউদ্দিন, কেশবপুর যুবলীগের সাবেক আহ্বায়ক, কাজী মুজাহিদুল ইসলাম পান্নাসহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। উল্লেখ্য যে নবনির্বাচিত সভাপতি কাজী মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক শাফি সমুদ্র সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের সাহিত্য-সাংস্কৃতিক পরিমণ্ডলের পরিচিত মুখ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক অনুমোদিন বীর মুক্তিযোদ্ধা সন্তানদের বাংলাদেশের একমাত্র জাতীয় সংগঠন হিসাবে স্বীকৃত। ৩০% মুক্তিযোদ্ধা কোটা ফেরতসহ ৭ দফা দাবীতে তারা দীর্ঘদিন দফায় দফায় আন্দোলন করে যাচ্ছে। সারাদেশেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
Leave a Reply