*দিনমজুর বাবার অনুতাপ এবং দেশের তরে তার দায়িত্ববোধ*
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
দিনমজুর বাবা তার মাদকাসক্ত ছেলেকে কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। ছেলে নেশার টাকা জোগাড় করার জন্য চুরি করে বাসায় একটি পানির পাম্প নিয়ে আসে। বিট পুলিশিং কার্যক্রমে তিনি অনুপ্রাণিত হয়ে তার ছেলের এই অপকর্ম জানতে পেরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে অবহিত করেন। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সেই পানির পাম্প উদ্ধার করে ছেলেটিকে থানায় নিয়ে আসে। দিনমজুর বাবাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
আপনি হেরেও জিতে গিয়েছেন। স্যালুট আপনাকে।