দোয়ারাবাজারে ১৫ মামলার আসামী মাদক সম্রাট গ্রেফতার
রফিকুল ইসলাম, সুনামগঞ্জ থেকেঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৫ মামলার আসামি মাদক সম্রাট মামুন মিয়া (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল)গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশ ও ছাতক থানা পুলিশের যৌথ অভিযানে রাত সাড়ে ১১ ঘটিকার দিকে ছাতক পৌরসভার দক্ষিন বাগবাড়ি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মাদক সম্রাট মামুন মিয়া দক্ষিন বাগবাড়ি গ্রামের আব্দুল মুক্তাদিরের ছেলে।
পুলিশ সুত্র জানা যায়, দোয়ারাবাজার, ছাতক
ও সিলেটের কোম্পানীগঞ্জসহ আন্ত:জেলার মাদক ব্যবসায়ীদের সম্রাট মামুন মিয়া। তার বিরুদ্ধে ১৫ টি মাদক মামলা রয়েছে। সিলেট বিভাগ জুড়ে মামুন মিয়া মাদক সম্রাট নামে পরিচিত।
অবশেষে গত শনিবার (৮ এপ্রিল)সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক এর নেতৃত্বে
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ও ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকিরের সহযোগিতায় সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে মামুন মিয়াকে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়।মামুন মিয়ার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং নং-৭, তারিখ ০৮ এপ্রিল, ২০২৩ ইং দায়ের করা হয়।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)দেবদুলাল ধর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply