কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ০৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ০১ জন আসামি গ্রেফতার।
মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১৫ এপ্রিল ২০২৩ ইং তারিখ বিকাল ০৪:২০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন হরিপুর এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-১০, তারিখ ০৫ এপ্রিল ২০১৩, জিআর-১৪১/১৩, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ১(ক) এর ০৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নাজমুল হাসান (ঝন্টু) (৪৫), পিতা-মৃত ইন্তাজ উদ্দিন শেখ, সাং-দক্ষিন মুল গ্রাম, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।