পটুয়াখালীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালীতে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস – ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাঈনুল আহসান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, পটুয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমিন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানসকান্তি দত্ত।
Leave a Reply